
মোহাম্মদ তোফাইল, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশী জেলাকে ফেরত দিয়েছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি প্রচেষ্টায় তারা ফেরত আসেন।
ফিরে আসা জেলেরা হলেন,টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ সিদ্দিক,মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম, হোসেন আহমদের ছেলে মোহাম্মদ হোসেন,
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাপ্টেন কর্নেল আশিকুর রহমান, তিনি বলেন,
নাফ নদী থেকে আটক হওয়ার পর বিজিবি তাদের ফেরত আনতে আরকান আর্মির সাথে যোগাযোগ করে, অবশেষে আজ মঙ্গলবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়,তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আশা জেলে রবিউলের আলমের বাবা মোঃ নুর বলেন, নাফ নদীতে মাসিকারে যাওয়ার পর ছেলের খোঁজ খবর পাওয়া যায়নি,
পরে জেনেছি আরকান আর্মি ধরে নিয়ে যায় বিজিবি প্রচেষ্টায় আরকর আমি তাদের ছেড়ে দেয়।