শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত

নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। মাওলানা আব্দুল আওয়ালকে সভাপতি ও মাওলানা মুফতী খালেদ সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
শনিবার ( ১৬ আগষ্ট)বিকালে গোকর্ণ নতুন বাজার মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১১ সদস্য বিশিষ্ঠ এ কমিটির প্রধান উপদেষ্ঠা হজরত মাওলানা আবু সাঈদ, হজরত হাফেজ সিদ্দিতুর রহমান। সিনিরয় উপদেষ্ঠা হলেন মাওলানা আব্দুল কুদ্দস খান,মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবুল কাসেম। উপদেষ্টা Iহলেন মাওঃ আবুল কালাম, মাওঃ মুমীনুদ্দিন মুতালেব, মাওঃ নাসিরুদ্দিন। সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহীম,মাওলানা শেখ মোশারফ হোসাইন, মাওলানা মিজানুর রহমান। সহ-সভাপতি মাওঃ আবুল কালাম, মাওঃ মাসউদুর রহমান, মাওঃ কুতুবউদ্দিন, মাওঃ ওয়াসিম আকরাম, মাওঃ আলী আমজাদ, মাওঃ মুফতী গোলাম কিবরিয়া, হাফেজ শাহেদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী হেলান উদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ এমদাদ, অর্থ সম্পাদক মাওঃ মুখলেসুর রহমান, সহকারী অর্থ সম্পাদক মাওঃ মুমতি দেলোয়ার, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওঃ আহসানুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ মুফতী জাকারিয়া খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওঃ মুফতী জুবায়ের খান মনির, মিডিয়া ও প্রচার সম্পাদক মাওঃ মুফতী ইমরান বিন খায়ের প্রমূখ।
এ সম্মেলনে সকল উলামারা মাদক ও ইসলাম বিরোধী কজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত