শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

নাসিরনগরে প্রথম ধানের শীষের মননোয়ন পাওয়া প্রবীন নেতার মৃত্যু

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রবীন বিএনপি নেতা ও উপজেলার গুনিয়াউক ইউনিয়নের বড়বাড়ির মো. আশরাফুল হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে……. রাজিউন)।

১৯৭৫-এর ২৫ জানুয়ারি তারিখে তদানীন্তন শেখ মুজিব সরকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি মাত্র দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। ১৯৭৫-এর ১৫ আগস্ট সামগ্রিক রাজনৈতকি পট বদলে যায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭-এ বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন করেন। এই সময়ে বিচারপতি আব্দুস সাত্তার ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’(সংক্ষেপে জাগো দল) নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন।
জাগো দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের আশরাফুল হোসেন। তবে জাগো দল ছিল ক্ষণস্থায়ী। ১৯৭৮ সালে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করেন।। এর নাম রাখা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।জাগো দল বিলুপ্ত ঘোষণা করে সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(সংক্ষেপে বিএনপি) নামে নতুন দলে যোগদান করেন।

১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর- অরুয়াইল, পাকশিমূল- চুন্টা) আসন হতে বিএনপির ধানের শীষ প্রতীকে মননোয়ন পেয়ে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সতন্ত্র প্রার্থী উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার কাছে পরাজিত হন মো. আশরাফুল হোসেন।
এর পর এরশাদ সরকারের শাসনামলে জাতীয় কৃষক পার্টি’র কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি হন আশরাফুল হোসেন। নাসিরনগরের বহু বিতর্কিত আওয়ামীলীগের সাবেক এমপি বদরুদ্দোজ্জা ফরহাদ হোসেন সংগ্রামের আপন চাচা ছিলেন আশরাফুল হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৩: ২০ ঘটিকায় প্রবীন নেতা আশরাফুল হোসেন রাজধানী ঢাকায় মৃত্যু বরন করেন।

সর্বাধিক পঠিত