নাসিরনগরে হারিয়ে যাওয়া ধানের শীষ যুক্ত লোগো খুঁজে পেতে আবেগঘন আবেদন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
নিহারেন্দু চক্রবর্তী
নাসিরনগরে এক রাজনৈতিক কর্মীর বুকের শোভা পাওয়া ধানের শীষের লোগোটি গত ৩ সেপ্টেম্বর ২০২৫ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি মিছিলে হারিয়ে গেছে। সেজন্য বেশ ক’ দিন ধরে তিনি ভীষণ কষ্ট নিয়ে দিন কাটাচ্ছেন।
লোগো হারানো ব্যক্তির নাম মিলন হোসেন।তিনি গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।তিনি জানান এই লোগোটি তাঁর কাছে শুধু একটি প্রতীক নয়, বরং রাজনৈতিক জীবনের সকল ইতিহাস ও স্মৃতির প্রতিচ্ছবি।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্য জোটের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত মরহুম আসানুল হক সাহেব নিজ হাতে তাকে এটি উপহার দিয়েছিলেন বলেন জানান।
মিলন হোসেন আরো বলেন “সেই সময় আমি রাজনীতি কি তা বুঝতাম না মিছিলের নেতৃত্ব দিয়ে আহছানুল হকের বাড়িতে গেলে তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি টাকা গ্রহণ করিনি। পরে তিনি(আহসানুল হক) ভালোবেসে নেত্রীর প্রতীক ধানের শীষ আমাকে নিজ হাতে উপহার দেন। সেই থেকে আমি বিএনপি নামক দলটিকে বুকে লালন করে আসছি।”
তিনি আরও বলেন,
“আমার বুকের ধানের শীষ লোগোটা যদি কারও কাছে থেকে থাকে কিংবা কেউ মিছিলের ভিডিও বা ছবির মাধ্যমে পেয়ে থাকেন তবে আমাকে ফিরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকব। আমার জীবনের এক বড় আশা পূর্ণ হবে