শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জন: এনসিপির নেতারা বলছে ভিত্তিহীন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী পদত্যাগ করেছেন—এমন খবরকে দলটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন যে, নাসির উদ্দিন পাটোয়ারী এখনো তাঁর দায়িত্বে বহাল আছেন এবং দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত তাঁর যাচাইকৃত ফেসবুক পাতায় লিখেছেন, “নাসির উদ্দিন পাটোয়ারী এখনও এনসিপির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচন কমিশনে নিবন্ধন সংক্রান্ত কাজসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর পদত্যাগ বা অপসারণ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
আরেক নেতা আব্দুল হান্নান মাসুদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এটি মিথ্যা, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।”
এর আগে বৃহস্পতিবার রাতে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দলীয় সাংগঠনিক দায়িত্ব ও পদবণ্টন নিয়ে মতবিরোধের কারণে নাসির উদ্দিন পাটোয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারেন।
সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাজিব ভূঁইয়া দলটির নির্বাচনী ও সাংগঠনিক বিষয় পরিচালকের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন এবং দলীয় শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এতে নাসির উদ্দিন পাটোয়ারী ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়।
তবে এনসিপির নেতারা এসব দাবি সরাসরি অস্বীকার করেছেন। তাঁদের মতে, ১৭ অক্টোবর “জাতীয় শ্রম শক্তি” নামের নতুন একটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারীর অনুপস্থিতিকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
উল্লেখ্য, নাসির উদ্দিন পাটোয়ারী দল গঠনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাঝে মাঝে তাঁর কিছু বক্তব্যকে ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত