শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

নৌকা নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: টেকনাফে জেলে নিহত

টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল নৌঘাটে নৌকা নামানোর সময় দুর্ঘটনায় মেজর (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেজর মুন্ডার ডেইল এলাকার আলী আজগরের ছেলে। তিনি তিন সন্তানের জনক। স্থানীয়রা জানান, সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ছয়জন জেলে মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি নৌকা জিপগাড়ির মাধ্যমে সমুদ্রে নামানোর চেষ্টা করছিলেন।
এ সময় জিপগাড়িতে বাঁধানো সুতা হঠাৎ ছিঁড়ে গিয়ে নৌকার স্টাডিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেজরসহ দুজন গুরুতর আহত হন। অপর আহত ব্যক্তি হলেন একই এলাকার বাসিন্দা শেখ আহমদ (পিতা: সুলতান আহমদ)। আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মেজর মারা যান। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
নৌঘাট কমিটির সভাপতি আব্দুল আমিন এবং এলাকার সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ডানু বলেন, এটি একটি দুর্ঘটনা এতে কারও গাফিলতি বা দোষ নেই। বিষয়টি সামাজিকভাবে আলোচনা করে মীমাংসা করা হয়েছে এবং নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় টেকনাফ থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে পরিদর্শন করেছে। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মুর্তজা বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত। প্রাথমিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত