পটিয়ায় র্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় র্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লে. কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাব-৭ এর চাঁদগাঁও ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরদরের গাজী কনভেনশন হলের সামনে এ অভিযান চালায়।
অভিযানে ঢাকা মেট্রো-ন-১২-৯৯১২ নম্বরের একটি সবজি বোঝাই পিকআপ থেকে তিন বস্তা গাঁজা (ওজন আনুমানিক ৪৪ কেজি) উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতার করা হয়েছে- পিকআপ চালক মো: রনি (৩৮)। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণের মো: জামালের পুত্র ও গাড়ির হেল্পার মো: কামাল (৩৭)। সে কুমিল্লা চৌদ্দগ্রামের ফটিক মিয়ার পুত্র।
বর্তমানে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত দুজনকে র্যাব-৭ চাঁদগাঁও ক্যাম্পে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের পটিয়া থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।