
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে এনামুল হককে মনোনয়নের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির স্বাক্ষরে ২৪ আগস্ট জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সভাপতি মাওলানা আবুল কালামের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে ২১/০৮/২০২৫ তারিখে এনামুল হককে সভাপতি মনোনীত করা হয়। অভিযোগকারীর দাবি, এনামুল হক একজন বিতর্কিত ব্যক্তি এবং তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় এমপি, ইয়াবা কারবারি টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, কক্সবাজারের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল ওআওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ছিল। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় এলাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এইভাবে ফ্যাসিস্টদের পুণঃবাসন জুলাই আন্দোলনের সহিত বিশ্বাস ঘাতকতার শামিল বলেও বলা হয়।
অভিযোগকারী এলাকাবাসীর পক্ষ থেকে এ মনোনয়ন বাতিল করে যোগ্য, নিরপেক্ষ ও সমাজ সেবাক ব্যাকগ্রাউন্ডসম্পন্ন কাউকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
