
কেফায়েত উল্লাহ,টেকনাফ
প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টেকনাফে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে দুটি এক্সকেভেটর অচল করা হয়েছে এবং চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় ও সরকারি জমি কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল।
তিনি বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পাহাড় ধস, ভূমিক্ষয় এবং প্রতিবেশগত ভারসাম্য নষ্টের ঝুঁকি বাড়ায়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, টেকনাফ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের কারণে এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার দাবি জানান।
