প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
পরিবেশ সচেতনতায় জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর বৃক্ষরোপণ কর্মসূচি
ওমর ফারুক হিরু, কক্সবাজার
পরিবেশবান্ধব প্রশিক্ষণ, সচেতনতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এই তিন প্রতিপাদ্যকে সামনে রেখে জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) কক্সবাজারে আয়োজন করেছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
বুধবার (১৬ জুন) আলীর জাহালস্থ প্রধান সড়কে র্যালি ও চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের সংলগ্ন খোলা জায়গায় প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে সবুজায়নের অঙ্গীকার প্রকাশ করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তররের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, ইউএনডিপি প্রতিনিধি রোজিনা আক্তার, জেপিটিটিসি’র ভাইস প্রিন্সিপাল মোঃ সায়মন ইসলাম এবং আইএসইসি প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ।
এই উদ্যোগ শুধুমাত্র একটি প্রতীকী পরিবেশ রক্ষা কার্যক্রম নয়, বরং এটি জেপিটিটিসি এর কারিগরি প্রশিক্ষণের অংশ হিসেবেই বাস্তবায়িত হয়েছে, যেখানে প্রশিক্ষণার্থীদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তা, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের ধারণা প্রতিষ্ঠা করা হচ্ছে।
প্রশিক্ষণার্থীরা জানান, তারা এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র বৃক্ষরোপণের অংশীদার হননি, বরং সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত উন্নয়নের একটি অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
এ প্রসঙ্গে কক্সবাজার জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভাইস প্রিন্সিপাল মোঃ সায়মন ইসলাম বলেন, পরিবেশ বান্ধব টিভিইটি ট্রেনিং সবুজায়ন নিশ্চিতে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।
কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ট্রেনিং সেন্টারে এমন পরিবেশ বান্ধব আয়োজন প্রসংশার দাবী রাখে। অন্যদেরও এমন পরিবেশ বান্ধব কার্যক্রম করা দরকার।
বৃক্ষরোপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি শুধু একটি শিক্ষামূলক উদ্যোগ নয়, বরং স্থানীয় উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রশিক্ষণার্থীদের প্রস্তুুত করার একটি সুযোগ।
পরিবেশবান্ধব টিভিইটি প্রশিক্ষণের মাধ্যমে আমরা সবুজ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। প্রশিক্ষণ শুধু দক্ষতা নয়, বরং মূল্যবোধ গঠনের একটি পথ। জেপিটিটিসি সেই পথেই এগিয়ে চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত