পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

রাজিন সালেহ
কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে ৭ উইকেটে পরাভূত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। এতে ২–১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে পাকিস্তান। অধিনায়ক ইমান নাসির দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিলেও অতশি মজুমদারের বলে ক্যাচ তুলে দিয়ে ২৩ রানে ফিরে গেলে ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। পরের ব্যাটার জো ফিশান ১৪ রানে পিংকির বলে বোল্ড হলে দল আরও চাপে পড়ে। শেষ দিকে মেমুনা খালিদের ১৮ রান ছাড়া আর কেউই দাঁড়াতে না পারায় ৮৬ রানের স্বল্প সংগ্রহে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে পিংকি ও অতশি মজুমদার দুজনই নেন ২টি করে উইকেট।
৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই ওপেনিং জুটি হারায় বাংলাদেশ। তবে ইমান্তা ও অধিনায়ক সাদিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাগতিকরা। সাদিয়া দলের প্রয়োজনে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললে ইমান্তা অপরাজিত ৩০ রানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দুইজনের স্থির ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাট হাতে ৩৫ রান ও মাঠে নেতৃত্বের দায়িত্বে দারুণ কার্যকারিতা দেখানোয় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাদিয়া। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, “বোলাররা ম্যাচের ভিত্তি তৈরি করেছে, ব্যাটাররা কাজটা শেষ করেছে। এটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা।” এদিকে পাকিস্তান অধিনায়ক ইমান নাসির বলেন, “ব্যাটিংয়ে ভুলগুলো ঠিক করা জরুরি। সামনে ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আমাদের।”
তৃতীয় ম্যাচ জেতায় সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য হবে সিরিজ বাঁচানো।