শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে জেএসএস’র গণসমাবেশ

 

মো:কামরুল ইসলাম ফয়সাল,রাঙামাটি

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে  গণসমাবেশ করেছে  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী  সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার আহবান জানিয়ে রবিবার সকালে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ এই গণসমাবেশ করেন তারা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে এরপর বক্তব্য রাখেন জনসংহতি সমিতির শীর্ষ নেতা সাবেক সংসদ সদস্য  উষাতন তালুকদার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির বিষয়ক সম্পাদক মহা ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা, জনসংগতি সমিতির নেতা অরুণ ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসমাবেশে নেতৃবৃন্দ বলেন , পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভুমি সমস্যা বেড়েই চলেছে। যুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হওয়ায় পরিস্থিতি  ক্রমেই জটিল হচ্ছে।

বক্তারা বলেন, পাহাড়ের অশান্ত পরিস্থিতি  দূর করতেই শান্তিচুক্তি (পার্বত্য চট্টগ্রাম চুক্তি) হয়েছিল। কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য রয়ে গেছে।
আজ যখন দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্রের, সবার জন্য সম অধিকারের স্বপ্ন দেখছে, সেই পরিস্থিতিতে পাহাড়িদের ক্ষেত্রেও বৈষম্য দূর করতে চাইলে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পাহাড়ি ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর  শান্তি প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের সাথে  পার্বত্য চুক্তি স্বাক্ষর করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি( জেএসএস)।

সর্বাধিক পঠিত