প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
পুলিশের গাড়িতে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন পুলিশ পরিদর্শক ইয়াছিন
রাজু দাশ, চকরিয়া
‘মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু’ বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান আজও মানুষকে ভাবায় মানুষকে মনে করে দেয় মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলা কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ এলাকায় ৬৫ ঊর্ধ্ব বয়সের জাকির হোসেন কয়েকদিন ধরে অসুস্থ। বৃহস্পতিবার ভোররাত ২ টায় তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে বাড়ি থেকে বাহির হন। জিদ্দা বাজার এলাকায় পৌঁছাতে কোন গাড়ি না পেয়ে স্ত্রী সন্তানের কাঁদে ভর করে হাঁটতে থাকেন হাসপাতালে উদ্দেশ্য। পথিমধ্যে এসে পৌঁছেন চকরিয়া থানা পুলিশের গাড়ি। তখন এক পুলিশ অফিসার তাদের জিজ্ঞেস করেন এতো রাতে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন। সেখানে একজন পুলিশ সদস্যকে তারা ভয়ে ভয়েই বলেন বাবা খুব অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তখন পুলিশ অফিসার তাদেরকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া কথা বললে অসুস্থ জাকির হোসেন বলেন হাসপাতালে পৌঁছে দেওয়া হলে খুব উপকার হবে।
তাৎক্ষণিক তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন এবং নিজে প্রয়োজনীয় ওষুধ কিনে আনার ব্যবস্থা করেন। তাঁর সুচিকিৎসা প্রদানের জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়া।
সময়ে সময়ে আলোচনা-সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা আমরা ভুলে যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করি আমরাই। তবে পুলিশ বিভাগে রয়েছে হাজারো চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়া মতো।যারা সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
এ ব্যাপারে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ মাহমুদ বলেন, চকরিয়া থানায় পুলিশে ইয়াছিন মিয়ার স্যারের মতো অনেক হৃদয়বান অফিসার রয়েছেন। যাদের সঙ্গে কাজ করতে পারায় গর্ববোধ করি।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, অনৈতিকতার ঊর্ধ্বে থেকে কারো সহযোগিতায় পাশে থাকাটাকেও আমি দায়িত্ব মনে করি। সাধারণ মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করতে পারায় নিজেকে সম্মানিতবোধ করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত