শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

পেকুয়ায় কৃষি প্রণোদনার আওতায় নারিকেল চারা বিতরণ

এস এম জুবাইদ, পেকুয়া 
কক্সবাজারের পেকুয়ায় কৃষি প্রণোদনার আওতায় নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

২৪ জুন সকালে পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এ চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইছা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোহাম্মদ ছফওয়ানুল করিম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা সবুজ ধরসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, খরিপ-২/২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায়
২০০ জন কৃষক কৃষাণীকে জন প্রতি ৫টি করে ১ হাজারটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ শতটি নারিকেল চারা এবংবিতরণ করা হয়।
এ সময় অতিথিরা বলেন, ভালোভাবে পরির্চযা করে এ নারিকেল চারা রোপন করলে একদিকে ফলনও পাবেন আবার আর্থিক লাভবানও হবেন। অপরদিকে পরিবেশও রক্ষা পাবে। তাই বাড়ীর চারপাশে নারিকেল চারা রোপনের পরামর্শ দেন।

সর্বাধিক পঠিত