
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের মধ্যেও দেশে সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়নি। এসময়ের মধ্যে যারা দেশের শাসন করেছে তারা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে।
জুলাই-আগস্ট স্মরণে ও বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে ১ আগষ্ট বিকেলে পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে গণ মিছিল ও পথ সভায় এসব কথা বলেন চকরিয়া-পেকুয়ার সংসদীয় আসনে জামায়েতের মনোনিত প্রার্থী ও কক্সবাজার শহর জামাতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। এসময় তিনি বলেন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই চেতনা বুকে ধারন করে বৈষম্যহীন সমাজ, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্টার জন্যে আগামীতে ইসলামীর দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ চাই।
এর আগে গণ মিছিলটি পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশ্বে ওই পথসভায় মিলিত হন । পেকুয়া উপজেলা আমীর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল কবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী জেলার সাংগঠনিক সম্পাদক মৌলানা হেদায়েত উল্লাহ।
আলোচনা বিশেষ দোয়া ও মোনাজাত করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম।