প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
পেকুয়ায় ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ আ’লীগের ১১ নেতাকর্মী আটক
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ আ'লীগের ১১ নেতাকর্মী আটক করেছে থানা পুলিশ।
(১৮ জুন) বিকাল থেকে পেকুয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা রয়েছে।
গতকাল (চকরিয়া - পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে তুলা হলে আদালাত ১৮ দিন রিমান্ড মঞ্জুর করে। এদিকে তার মুক্তির দাবিতে আওয়ামীলীগের নেতাকর্মীরা। মিছিল পরবর্তীতে ব্যাপক অভিযান চালায় পেকুয়া চকরিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার যুবলীগের সক্রীয় সদস্য মফিজুর রহমানের পুত্র রুবেল হোসেন(২৬), ধনিয়াকাটা পূর্ব পাড়া এলাকার শ্রমিকলীগের সক্রীয় সদস্য জাফর আলমের মোঃ মোক্তার হোসেন প্রকাশ কালু(৩২), হিরাবুনিয়া পাড়া এলাকার শ্রমিকলীগের সক্রীয় সদস্য আঃ মজিদের পুত্র মোকাদ্দের(২৫), মগনামা ইউনিয়নের নূইন্যার পাড়া এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ সন্ত্রাসী আহমদ কবিরের পুত্র মোস্তাক মিয়া(৩৫), বাজার পাড়া এলাকার মগনামা ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক মৃত আবদু ছত্তারের পুত্র নুর মোহাম্মদ মাদু(৫৫), সদর ইউনিয়নের হরিণাফাড়ি এলাকার কৃষকলীগের সক্রীয় সদস্য মাদক সম্রাট রশিদ আহমদের পুত্র মোহাম্মদ জিয়া উদ্দিন(৩৬), পশ্চিম ব্যাইমাখালী এলাকার উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃত বশরত আলীর পুত্র মোঃ আলমগীর(৫৩), রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া এলাকার কৃষকলীগের সক্রীয় সদস্য আবুল কাশেমের পুত্র মোঃ আলম(৩৫), সুন্দরীপাড়া এলাকার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রীয় সদস্য মৃত উলা মিয়ার পুত্র জামাল হোসেন(৪৫), জামাল হোসেনের পুত্র শহীদুল ইসলাম সাদ্দাম(২১) শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রীয় সদস্য মৃত আলী হোসেনের পুত্র নাছির উদ্দিন(৫৫)।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, ডেবিল হান্ট অভিযানে ১১জনকে গ্রেফতার করেছি। অনেকে হত্যা ও মাদক সহ অন্যান্য মামলার আসামি রয়েছ। তাদেরকে আদালত প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত