প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ণ
পেকুয়ায় পল্লী চিকিৎসকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় এক পল্লী চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটে। এসময় পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২০ জুন শুক্রবার দুপুর ২ টায় মিয়াপাড়াস্থ আলী হাছান জামে মসজিদ কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী ২ নং ওয়ার্ড মোজাহের আহমদের পুত্র।
আহতের ভাই সালাহ উদ্দিন জানায়, দক্ষিণ ভোলাইয়াঘোনায় আমার ফার্ণিচারের দোকানে লস্কর শাহ মাজারের জন্য দুইটি দরজার ফুলের নকশা তৈরী করতে দেয়। একই এলাকার মৃত আবুল হাসেমের পুত্র আমজাদ ও তার ভাই সাজ্জাদ, শেখেরকিল্লা ঘোনা এলাকার জাহাঙ্গীরের পুত্র রাসেল ও তার ভাই রাজিব মিলে দোকানে কেউ না থাকার সুযোগে ১৫ জুন সকালে দোকানের দরজা ভেঙে সেগুন কাঠের ৩টি দরজা, সেগুন কাঠের ২টি খাট, গাছের তক্তা চুরি করে নিয়ে যায়। ১৬ জুন রাত সাড়ে ৭ টায় পেকুয়া বাজারের হারুন সওদাগরের দোকান থেকে চোরাইকৃত মালামাল টইটং ইউনিয়নের ধনিয়া কাটা নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বাজারের পূর্ব পাশে মধুবনের সামনে থেকে ২ টি দরজা সহ একটি টমটম জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। তখন টমটম চালকের স্বীকারউক্তিমতে ও সিসিটিভি ফুটেজে চোর সনাক্ত করা হয়। ২০ জুন শুক্রবার বাইম্যাখালী বাইতুল মামুর জামে মসজিদের সামনে দুপুর ২ টায় চুরির সাথে জড়িত আমজাদ হোসেন কে ধৃত করে থানায় আনার পথে মিয়া পড়াস্থ আলী হাছান জামে মসজিদের কাছাকাছি পৌছলে তার ভাই সাজ্জাদ পিছন থেকে এসে গাছের বাটাম ও ইট দিয়ে আমার ভাই পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন কে মাথায় ও বুকে আঘাত করে আমজাদ কে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা আমার ভাইয়ের ব্যবহৃত স্মার্টফোন যার মূল্য ১৫৫০০, পকেটে থাকা ৫৩০০ টাকাসহ মানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে পেকুয়া থানায় এজাহার দায়ের করেছি। আমি প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এজাহার পাওয়ার সত্যতা জানিয়ে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত