প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
পেকুয়ায় বিষাক্ত সাপের দংশনে এক শিশুর মৃত্যু
এস এম জুবাইদ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের দংশনে মোহাম্মদ হোছাইন(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৪ জুন সন্ধ্যায় টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সাইদের পুত্র।
তার স্বজনরা জানান, হোছাইন সন্ধ্যায় আঙ্গিনা দিয়ে হেঁটে ঘরে ডুকার সময় হুট করে কামড় দেয়। পরে তার মাকে বললে তাকে নিয়ে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে মালুমঘাট হাসপাতালে নিয়ে যেতে বলে। রাত ১০ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক শিশুটা কে মৃত্যু বলে ঘোষণা করে।
এদিকে নিহত শিশুর পিতা সাইদ অভিযোগ করে বলেন আমার ছেলে যখন সরকারি হাসপাতালে আনা হয় তখন জরুরি বিভাগে ডাক্তার শাহেদুল ইসলাম রোমেল দায়িত্বরত ছিলেন। তিনি আমার ছেলেকে সিটে শুয়ে রেখে ফোনে ৩০ থেকে ৪০ মিনিট কথা বলেন। আমরা এত ডাকলেও তিনি আসেন না তার চেম্বারে বসে ফোনে কথা বলতে থাকেন। একটু পর এসে তিনি বলেন যে কোথায় নিয়ে যেতে। তখন ডাক্তার মুজিব সাহেব এসে অনেকক্ষণ দেখেন পরে তিনি মালুম ঘাট হাসপাতালে নিয়ে যেতে বলেন আমার দাবী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের রোমেলের অবহেলায় আমার ছেলেটা মারা যায়।
ডাক্তার রোমেল বলেন, শিশুটা আনার সাপের দংশনে বিষাক্ত সাপের কিনা অবজারভেশনে ছিলাম। ফোনে আর এমওর সাথে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প: প: কর্মকর্তা ডা: মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত