শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পেকুয়ায় শহীদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ

এস এম জুবাইদ, পেকুয়া
পেকুয়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) আমার চোখে দেখা জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে মেহেরনামা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমার চোখে দেখা জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে স্থাপিত শহীদ ওয়াসিম আকরামের
স্মৃতি ফলক উন্মোচন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ।
পরে বিদ্যালয় চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছও রোপণ করা হয়, যা শহীদের স্মৃতির প্রতীক হিসেবে স্থান পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, জেলা স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহছান উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার হোছাইন, হিরণ সরওয়ার, ছাত্রদল নেতা নাইমুর রহমান হৃদয়,জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির নেতৃবৃন্দ।
এসময় কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ বলেন শহীদ মোহাম্মদ ওয়াসিম ছিলেন একজন নির্ভীক ও আদর্শনিষ্ঠ তরুণ, যিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।
তাঁর স্মৃতিকে অম্লান রাখতে আমরা বদ্ধপরিকর এবং নতুন বাংলাদেশ গঠনে ওয়াসিমের মত শহীদেরকে মানুষ আজীবন স্মরণ রাখবে।

সর্বাধিক পঠিত