প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
পেকুয়ার মগনামায় সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
এস এম জুবাইদ, পেকুয়া
উৎসবমুখর পরিবেশে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াঁজিপাড়া সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
গণতান্ত্রিক এই উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, গ্রাম পুলিশ, এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন।
সমাজ পরিচালনা কমিটির ফলাফলে সমাজ পরিচালনা কমিটির নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্দার পদে নুরুন্নবী (ছাতা প্রতীক) নির্বাচিত হয়েছেন। সহ-সর্দার নির্বাচিত হয়েছেন আলী আজগর (টিউবওয়েল প্রতীক)। এছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম, রুস্তম আলী ও গিয়াস উদ্দিন ।
মসজিদ পরিচালনা কমিটির ফলাফলে
অন্যদিকে, মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে শেফায়েত উল্লাহ (চেয়ার প্রতীক) জয়লাভ করেছেন। সহ-সভাপতি হয়েছেন সিরাজুল ইসলাম (তালাচাবি প্রতীক)। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (কবুতর প্রতীক) এবং ক্যাশিয়ার পদে জয়ী হয়েছেন জাফর আলম (আপেল প্রতীক)।
মিয়াঁজিপাড়া সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির এই নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় জনগণের গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নবনির্বাচিত কমিটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত