প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই সকাল ১১ টায় মাদরাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদের সভাপতিত্বে আরবী প্রভাষক মাওলানা রিদুয়ানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভণিং বড়ির শিক্ষানুরাগী সদস্য সাইদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি ও পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, অভিভাবক সদস্য মাষ্টার মোজাম্মেল হক, আজম, শফিউল আলম, অভিভাবক এম. আজম উদ্দিন।
এদিকে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সদস্য ও পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছফওয়ানুল করিমকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান বিন কাসেম উপদেষ্টা আজম উদ্দিন সি: সহ -সভাপতি মুবিনুর রশিদ সাধারন সম্পাদক ইউসুফ সাংগঠনিক সম্পাদক আমজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সন্তানদের পড়ালেখার খোজখবর নিবেন, ক্লাস শেষে বাড়ীতে পড়ার নিশ্চত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকের সমন্বয় ছাড়া শিক্ষার্থীর পড়া লেখার মানোন্নয়ন কখনো সম্ভব নয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত