প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ
পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এস এম জুবাইদ, পেকুয়া
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২০২৫ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন রবিবার কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো:সরওয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মাষ্টার এনামুল হক, কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোহাম্মদ ছফওয়ানুল করিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মংখেরী রাখাইন, মোস্তাফা জামান খারেছ, আবুল হাসেম, ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক ড.জাকের হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “বিদায় একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু জীবনের প্রতিটি ধাপ যে এত দ্রুত শেষ হয়ে যায় তা কেউ ঠের পায়না। তাই প্রাথমিক জীবনের মূল্যবান সময়গুলোকে কাজে লাগিয়ে জীবনের ফাউন্ডেশনকে শক্ত করতে পারলেই ভবিষ্যত ভিত্তি মজবুত হবে। আর এ সময়গুলোতে একটুখানি অবহেলা পুরো জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে।”
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত