পেকুয়ায় এক বিধবা নারীর রহস্যজনক মৃত্যু

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ফাতেমা বেগম(৫৮) নামের এক বিধবা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
২৫ আগষ্ট সোমবার রাত সাড়ে নয়টায় বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত নুরুচ্ছার স্ত্রী।
স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দিলে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন কেন মারা গেছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে। নিজের ঘরে একা থাকতেন সে।কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।