পেকুয়ায় কাঁকড়া আহরণ করতে গিয়ে সাগরে নিখোঁজ শিশু, ৮ ঘন্টা পর মৃত উদ্ধার

এস এম জুবাইদ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ার মগনামা কুতুবদিয়া চ্যানেলে কাঁকড়া আহরণ করতে গিয়ে জোয়ারের স্রোতে শাখাওয়াত হোসেন ওয়াকি (৮) নামের এক শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দীর্ঘ ৮ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটিকে মৃত উদ্ধার করে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মগনামা ইউপির জেটিঘাট সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওয়াকি ওই ইউনিয়নের পশ্চিমকূল এলাকার রেজাউল করিমের পুত্র।
স্থানীয়রা জানান, মগনামা কুতুবদিয়া চ্যানেলের লঞ্চঘাট সংলগ্ন আক্কাসের বাপের ঘোনা এলাকায় বেড়িবাঁধের নাশির পাশে কাঁকড়া ধরতে গেলে হঠাৎ প্রবল জোয়ারের স্রোতে ওয়াকি তলিয়ে যায়। তার সাথে থাকা শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা দীর্ঘ ৮ ঘন্টা উদ্ধার তৎপরতা চালানো শেষে রাত ৮. ১০ এ শিশুটির নিথর দেহ পানি থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিখোঁজের স্বজনদের আহাজারিতে সাগরপাড়ের বাতাস যেনো ভারী হয়ে গেছে।
এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষন্ন উদ্ধার তৎপরতা চালিয়েছি রাত ৮.১০ এ উদ্ধার করা হয় শিশুটিকে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা: মোজাম্মেল হোসেন চৌং বলেন শিশুটির মৃত্যুর কথা নিশ্চিত করেন।