পেকুয়ায় প্রতারণা মামলায় গ্রেফতার আ’লীগ সভাপতি

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় এক প্রতারণা মামলায় গ্রেফতার হলেন মগনামা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল এনাম।
১২ আগষ্ট (মঙ্গলবার) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস আই মোহাম্মদ ফরিদের নেতৃত্বে সঙ্গী ফোর্স মগনামার মহুরীপাড়া এলাকার নিজ বাড়ীর সামনে চলাচল রাস্তা থেকে তাকে আটক করে। সে ওই এলাকার ডা: মৃত নুরুল আনোয়ারের পুত্র। এছাড়াও
তিনি মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের দুই দুই বারের বিপুল ভোটে নির্বাচিত সভাপতি ও বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পেকুয়া থানার এস আই ফরিদ জানান, ধৃত আ’লীগ নেতার বিরুদ্ধে জায়গাজমি ও টাকা পয়সা সংক্রান্ত দুইটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ধৃত আ’লীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে।