পেকুয়ায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশী চালিয়ে কম্বল মুড়ানো ৩টি দেশীয় এলজিসহ আটক ২

এস এম জুবাইদ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশী চালিয়ে দেশীয় এলজিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার এ বি সি আঞ্চলিক মহাসড়কের টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে চেকপোস্ট চলাকালীন তল্লাশি চালিয়ে পেকুয়া থানা পুলিশ এক জনকে আটক করলেও পরবর্তী ডিবি পুলিশের সহায়তায় অপর সহযোগীকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার মোঃ মিজানের পুত্র রবিউল হাসান (১৭) এবং একই জেলার ইলিয়াছ হোসেনের পুত্র হৃদয় হোসেন (২২)।
থানা সূত্রে জানায়, পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি টিম অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক সড়কের টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে চকরিয়ার বদরখালী এলাকা থেকে আসা চট্রগ্রাম মুখী যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী চালিয়ে ০১টি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের মধ্যে একটি ছোট কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৩ (তিন) টি দেশীয় তৈরী এলজিসহ রবিউল হাসান (১৭) নামের একজনকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগি হৃদয় হোসেন(২২) কে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ এর সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় উদ্ধারকৃত অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হইতে ক্রয় করে অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র চালানের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটা টিম অভিযান পরিচালনা করে তিনটি অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।