প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
পেকুয়া উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা
পেকুয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে কামরান জাদিদ মুকুটকে আহবায়ক এবং মাহমুদ ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক যথাক্রমে, শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, ইয়াসিন আরফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম ও সাঈদী রহমান।
পেকুয়া উপজেলা যুবদলের নবঘোর্ষিত আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, শুরুতেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রতি৷ দীর্ঘদিন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি।
প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ আমার উপর আস্থা রেখে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছেন। ইনশাআল্লাহ নতুন কমিটির হাত ধরেই এগিয়ে যাবে পেকুয়া উপজেলা যুবদল এটাই প্রত্যাশা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত