সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

প্রতারণার ফাঁদে সর্বহারা সংবাদ সম্মেলন বাঁশখালী প্রেস ক্লাব

প্রতারণার ফাঁদে সর্বহারা সংবাদ সম্মেলন বাঁশখালী প্রেস ক্লাব

নানা প্রলোভন দেখিয়ে অবৈধ ভাবে লিবিয়া নিয়ে প্রতারণা, জিম্মি এবং মারধর করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন জীবনের সর্বস্ব হারিয়ে লিবিয়া থেকে ফেরত তিন ভুক্তভোগী। গতকাল বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাহাদাৎ হোসেন, আব্দুল জলিল জুলু ও আবদুর রহিম, তারা লিবিয়াতে গিয়ে তাদের উপর অন্যয় ভাবে শারীরিক নির্যাতন নিপীড়ন সম্পর্কে মৌখিক বক্তব্যে বলেন, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪নং ওয়ার্ড সৈয়দ আহমদ এর পুত্র নজরুল ইসলাম আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে লিবিয়া নিয়ে যায়। লিবিয়া থেকে পরে ইউরোপের দেশ ইতালি পাটাবে বলে লিবিয়ায় আমাদের কে জিম্মি করে মারধর করত প্রতিনিয়ত। পরে মারধরের ভিডিও আমাদের পরিবারের কাছে পাটিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ ও দাবি করে। নাইলে আমাদেরকে প্রাঁণে মেরে ফেলবে। কোন রকমে আমাদের বাঁচানোর জন্য আমাদের আত্মীয়-স্বজন
ধার-দেনা করে তাদের নির্ধারিত টাকা পরিশোধ করলে আমাদেরকে মুক্তি দেয় এই প্রতারক নজরুল। আমরা হয়তো টাকা দিতে পেরেছি বলে দেশের মুখ দেখেছি নাইলে লিবিয়াতে আমাদের কে জীবন দিতে হত। শুধু আমরা নয় পুরো দেশ থেকে শত শত মানুষকে এই নজরুল নিয়ে গিয়ে লিবিয়ায়তে বড় বড় মাফিয়াদের হাতে বিক্রি করে দেয় প্রতিনিয়ত।প্রতারক নজরুল আর আমাদের বাড়ি একই ইউনিয়নে এই সুবাদে আমরা তাকে চিনি এবং প্রতিবাদ করতে পারছি। ভিন্ন এলাকার মানুষ তাকে ত চিনে না, তার প্রথমে লেবাস দেখে বিশ্বাস করে তার প্রতারণায় পা দিয়ে সর্বস্ব হারিয়েছে এমন অনেক নজির লিবিয়ায় রয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই একই সাথে আমাদের উপর যে নিযার্তন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।সম্প্রীতি সময়ে শাহাদাত হোসেনকে লিবিয়ায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। এই বিষয়ে অভিযুক্ত নজরুলকে একাধিকবার কল দিলে ও তিনি কল রিসিভ করে নাই।

সর্বাধিক পঠিত