শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ফেনীতে অবৈধ মাটি কাটায় অভিযান, এস্কেভেটর জব্দ

মশি উদ দৌলা রুবেল, ফেনী

ফেনীর ছাগলনাইয়া সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ১টি এস্কেভেটর জব্দ করা হয়।ছাগলনাইয়া উপজেলা প্রসাশন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সোমবার রাত ৯ টা হতে রাত ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ছাগলনাইয়ার উপজেলার ঘোপাল ইউনিয়নের পাতলা পুকুর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ১ টি এস্কেভেটর জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি অকেজো করে দেয়া হয়।ফসলী জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

সর্বাধিক পঠিত