মশি উদ দৌলা রুবেল, ফেনী
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ফেনী জেলা প্রশাসন ফেনীর সহোযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনূকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২১ মে বুধবার সকালে ফেনী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন,ফেনী জেলার সিভিল সার্জন ডা.মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাইফুল ইসলাম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),আরিফুল ইসলাম সিদ্দিকী সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও আহতদের পরিবার অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।