শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ফেনীর ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাক জব্দ করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

মশি উদ দৌলা রুবেল, ফেনী

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের জয়চাদ পুরে অবৈধ বালু ভর্তি ট্রাক জব্দ করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব দাস।

শুভপুরের জয়চাঁদপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।অভিযানে পূর্বে জব্দ করা বালু ভর্তি একটি ট্রাক পাওয়া যায়,যা মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ও জব্দকৃত সরকারি বালু রক্ষার্থে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

সর্বাধিক পঠিত