ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের জন্যে প্রস্তুত জামায়াতে ইসলামী

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পৌরসভার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাস স্টেশন মসজিদের সামনে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও উখিয়া-টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বক্তব্যে তিনি বলেন,জাতীয় নির্বাচনের পদ্ধতি দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল চালিকাশক্তি। যদি পি-আর (PR) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে গণতন্ত্র আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক হবে। অন্যথায় দেশে ফ্যাসিবাদী শাসন ঠেকানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন,আমরা সর্বজনীনভাবে দাবি জানাচ্ছি — জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং একটি নিরপেক্ষ Level Playing Field তৈরি করতে হবে, যাতে সব রাজনৈতিক দল ও নাগরিক স্বাধীনভাবে অংশ নিতে পারে। যে ত্রিশ হাজারের বেশি যুবক রক্ত দিয়েছে, তারা শুধু কোনো দলের ক্ষমতার জন্য নয়, বরং দেশের আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তাদের আত্মদানকে বৃথা যেতে দেওয়া হবে না।
আনোয়ারী স্পষ্ট করে আরও বলেন,খামখেয়ালী নির্বাচন দিয়ে দেশের গণমানুষের অধিকার হরণ করা হবে না। আমরা নতুন দেশ পেয়েছি শহিদদের রক্তের বিনিময়ে— একে নতুন কোনো ফ্যাসিবাদের কাছে সমর্পণ করা যাবে না। জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তাদের সংগ্রামকে সম্মান জানাতে সনদ বাস্তবায়ন জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার,ও
সাবেক টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, পৌরসভার জামায়াত সভাপতি রবিউল আলম, বাহারছড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলের অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন আমীর গিয়াসউদ্দিন।