প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে: নাহিদ
চিটাগং ট্রিবিউন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল, একইভাবে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে। খুলনাবাসী প্রস্তুত থাকুন, আগামী ৩ আগস্ট ঢাকায় এই সবকিছুর জবাব দেয়া হবে।
শুক্রবার (১১ জুলাই) খুলনার শিববাড়ী মোড়ে দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম, নতুন স্বাধীনতা পেয়েছি। ওরা ভেবেছে চাঁদাবাজির স্বাধীনতা পেয়েছে। এমন ভেবে থাকলে ভুল ভাবছেন। খুলনার শিল্পগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেগুলো চালু করতে হবে, পাটকলগুলো চালু করতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। ভারতের সুবিধা দেখতে রামপাল বিদ্যুৎকেন্দ্র করে সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান অসমাপ্ত রয়ে গেছে। যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন চালু রাখতে হবে। যতই ষড়যন্ত্র হোক, আমাদের আন্দোলন দমাতে পারবে না।
একই অনুষ্ঠানে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয়ভাবে আলাদা করা হচ্ছে, কিন্তু এটা করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের যদি সংস্কার না হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করতে পারব না। বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে, তাই সংস্কার বিবেচনা করে তারপর নির্বাচনে যেতে হবে।
অন্যদিকে, দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে ধারণ করেছে। তাদের অধ্যায় শেষ—কারণ শেখ হাসিনা আমাদের ভাষা বোঝেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত