প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ২:০১ পূর্বাহ্ণ
ফ্রান্স বাংলাদেশ-বুড্ডিস্ট-মেডিটেশন-সেন্টারে উপোসথিক সংঘদান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি ফ্রান্স বাংলাদেশ-বুড্ডিস্ট-মেডিটেশন-সেন্টারে বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে উপোসথিক সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) নিজস্ব বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, দেশনা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বিশ্ব শান্তি ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত ভদন্ত জ্ঞানালংকার মহাথের ।
অন্যান্যেদের মধ্যে, ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট-মেডিটেশন-সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত প্রিয়রক্ষিত থের , ভদন্ত অমিতানন্দ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভিক্ষুগণ বর্ষায় তিন মাসের জন্য ব্রত গ্রহণ করেন বলেই এর নাম বর্ষাবাস। এটি বৌদ্ধ ভিক্ষু ও গৃহী জীবনে একটি অপরিহার্য বিনয়ব্রত কর্ম, যা ব্যক্তির নৈতিক, আধ্যাত্মিক ও আত্মসংযমের বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে দেশ সহ বিশ্বের সকল প্রানীর সুখ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত