বদরখালীতে আপন ভাইপোতের হাতে চাচা খু/ন

ওয়াজেদুল হক মণি,মহেশখালী
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে আপন ভাইপোতের ছুরিকাঘাতে চাচা খু/ন হয়েছেন। নি/হ/তের নাম হারুন ড্রাইভার (৪০), তিনি ওই ইউনিয়নের ফুল তলা গ্রামের ছাবের আহমদের ছেলে ও পেশায় সিএনজি চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হারুন ড্রাইভার ও তার বড় ভাই শেখ আহমদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শেখ আহমদের ছেলে খোকা তার চাচা হারুনের ওপর এলোপাতাড়ি ছু/রিকা/ঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, পারিবারিক জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে এমন নৃ/শং/স হ/ত্যাকা/ণ্ড ঘটবে তা কেউ ভাবতে পারেনি।
ঘটনার পর থেকে ঘাতক খোকা পলাতক রয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তাকে গ্রে/প্তা/রের দাবি জানিয়েছেন।