শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট!

চিটাগং ট্রিবিউন ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের জন্য, প্রতিরক্ষা খাতে প্রায় ৫৫,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ অর্থ, যা প্রায় ৫৫,০০০ কোটি টাকা। এই বরাদ্দ পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যেখানে ২০২২-২৩ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ছিল ৪০,৩৬০ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটকে ঘিরে সরকার সামরিক বাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে।

বাজেট অনুমোদনের পর জানা যায়, প্রতিরক্ষা খাতে এ বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হবে সামরিক আধুনিকায়নের নানা কর্মসূচিতে। এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নৌবাহিনীর জন্য ছয়টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা সামনে এসেছে, যেগুলো দক্ষিণ কোরিয়া থেকে কেনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

‘Forces Goal 2030’ নামে পরিচিত দীর্ঘমেয়াদি আধুনিকায়ন কর্মসূচির আওতায় সেনাবাহিনীর প্রতিটি শাখায় উচ্চতর প্রযুক্তির সংযোজন ও বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এই বাজেটের মূল উদ্দেশ্য। সরকার মনে করছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদদের মতে, বাজেটের ঘাটতি কম রেখেও প্রতিরক্ষা খাতে এমন উচ্চ বরাদ্দ সরকারের সুসংগঠিত ব্যয়ের কৌশলের প্রতিফলন। জিডিপির আনুমানিক ১.৩ শতাংশ এই খাতে বরাদ্দ করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে বিরল।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্যও আলাদাভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে, যেগুলো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) অন্তর্ভুক্ত রয়েছে। সবমিলিয়ে এ বাজেটকে সামরিক খাতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে সরকার।

সর্বাধিক পঠিত