প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
“বাংলাদেশ ওশানোগ্রাফিক ইনস্টিটিউটের নিলাম বাগান থেকে সুপারি চুরি” শিরোনামের সংবাদ প্রসঙ্গে
চিটাগং ট্রিবিউন ডেস্ক
“বাংলাদেশ ওশানোগ্রাফিক ইনস্টিটিউটের নিলাম বাগান থেকে সুপারি চুরি” শিরোনামের সংবাদ প্রসঙ্গে
আমি মো. মশিউর রহমান, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (BORI) কক্সবাজার ক্যাম্পাসের নিরাপত্তা বিভাগে কর্মরত। উক্ত সংবাদে আমার নাম উল্লেখ করে যে সুপারি চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
ঘটনাটি আসলে ছিল একটি ভুল বোঝাবুঝি, যা ইতিমধ্যেই নিলামপ্রাপ্ত ব্যবসায়ী ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।
উল্লেখ্য, ইনস্টিটিউটের বাগান এলাকায় রাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে, এবং তা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তে কোনো ব্যক্তিগত ভূমিকা বা অসদুদ্দেশ্য জড়িত ছিল না।
আমি সব সময় আমার দায়িত্ব সততা, পেশাদারিত্ব ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার মানসিকতা নিয়ে পালন করে আসছি। তাই আমার নামে উত্থাপিত অভিযোগে আমি গভীরভাবে মর্মাহত এবং এ বিষয়ে সুস্পষ্ট প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান করছি।
মো. মশিউর রহমান
নিরাপত্তা বিভাগ
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্সবাজার ক্যাম্পাস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত