
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও বয়স্ক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ২শতাধিক হতদরিদ্র, দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি)।
এ সময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আবু নাঈম খন্দকার উপস্থিত ছিলেন।
এছাড়াও ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, ঈসমাইল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।