শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বাঙ্গালহালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

 রাঙ্গামাটি, প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক সাচিং মারমা, জাসাস সাধারণ সম্পাদক আবু ইছা রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“বিএনপি জনগণের দল। এই দলে যোগ দিয়ে সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নেয়। আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম প্রমাণ করে জনগণ এখনও বিএনপিকে ভালোবাসে।”
বিশেষ অতিথি মোঃ আইয়ুব চৌধুরী বলেন,
“দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। সংগঠনকে সুসংগঠিত করতে ইউনিয়ন পর্যায় থেকে সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডালিম বড়ুয়া বলেন,
“ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনের আন্দোলনে বিজয় অর্জন সম্ভব।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতীকীভাবে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণের মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানান।

সর্বাধিক পঠিত