ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি।
বুধবার(৪ডিসেম্বর) সকালে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো: সেলিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন।
এসময় ইমাম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
দিনব্যাপী এই ইমাম সম্মেলনে বান্দরবান জেলা সদর ও ৭টি উপজেলা থেকে আগত ইমামরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তাদের মেধা যাছাই করে ৩জন ইমামকে জেলা পর্যায়ে ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচন করে বিজয়ী ঘোষনা করে তাদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।
আয়োজকেরা জানান, সারাদেশ থেকে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।