শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বান্দরবানে জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী সম্মেলন ও শিক্ষা শিবির

ওসমান গনি, বান্দরবান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী সম্মেলন ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত শহরের আফাই মিলনায়তনে এ কর্মসূচি চলে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এসএম আবদুচ ছালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক ও মাওলানা মোস্তাফিজুর রহমান।
সম্মেলনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান-৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পাদক বশর মাহমুদ, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট মো. সোলাইমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মাওলানা ওমর ফারুক, রোয়াংছড়ি উপজেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত