কারণ আমি স্বঘোষিত রাজাকার, এর চেয়ে বড় ট্যাগ আর কি দিবেন? আপনি আমাকে যাই বলেন আমি আমার জায়গায় অটুট আছি৷’
তিনি বলেন, ‘আমার সমস্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, আমার সমস্যা ভারতীয় আগ্রাসন৷ সেখানে ভুল করলে জামায়াত-বিএনপি কাউকেই ছাড়ব না৷ কয়েকদিন আগে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এসেছিলেন। তার সঙ্গেও আমার সাক্ষাত হয়েছে, সেই সাক্ষাতে আমি তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে, সে অভিযোগের কথা জানিয়েছি৷ আজকেও সম্মানিত আমিরের সঙ্গে সাক্ষাতে আমার মতামত জানিয়েছি৷ সন্তোষ শর্মাকে তাদের অনুষ্ঠানে আনার কারণে জামায়াতের আমিরকে যেভাবে কটাক্ষ করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়েছি। পাশাপাশি একই ভুল যেন তারা না করে সেটাও জানিয়েছি৷’
সবশেষে তিনি বলেন, ‘বিএনপির সবাইকে আমি শত্রু মনে করি না। তাদের মধ্যেও যারা ভারতপ্রীতি দেখায়, তাদের সমালোচনা করি; তারা শোধরালে পরে ক্ষমা চেয়ে নেব৷ যদি জিজ্ঞেস করেন, বিএনপি নেতাদের সঙ্গে দেখা করি না কেন? তারা দেখা করতে চায় নাই, তাই করিনি।
জামায়াতের নেতারা দেখা করতে চেয়েছেন, তাই করেছি৷ ব্যক্তিগত ভালোবাসা কিংবা ক্ষোভ কোনোটাই বিএনপি কিংবা জামায়াত কারো প্রতিই নেই৷ যা মনে চায় করেন, জনগণ তাদের মতামত জানিয়ে দিবে। কিন্তু ভারতপ্রীতি আর ৭১ নিয়ে চুলকানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই৷ কথা পরিষ্কার৷’