বার্তায় এনসিপি তিনটি দাবি তুলে ধরেছে—১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে; ২. রাজনৈতিক দলসমূহের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; ৩. গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।
একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
বার্তায় বলা হয়, এনসিপি বিশ্বাস করে, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় বার্তায়।
১৯ অক্টোবর বিকেলে গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এক সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। জাহিদুল ইসলাম নামে ওই সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকায় কর্মরত। এসময় তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এছাড়া কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠে।