প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
বিমাছড়া পাড়ায় বিশুদ্ধ পানির সংকট দূর করল কাপ্তাই জোন
রাজস্থলী (রাঙ্গামাটি)
রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। কাপ্তাই জোনের উদ্যোগে সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচু পাহাড়ে বসবাসরত তনচংগ্যা গোত্রভুক্ত ২০ পরিবারের ১২৯ জন বাসিন্দার জন্য বৈদ্যুতিক পাম্পসহ গভীর নলকূপ স্থাপন করে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) উদ্বোধন অনুষ্ঠানে কাপ্তাই জোন কমান্ডার লে.কর্নেল মুহাম্মদ মশিউর রহমান বলেন, “সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা নয়, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে।” এ সময় রাজস্থলী ক্যাম্প কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের কষ্ট লাঘব হওয়ায় তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ উদ্যোগের পাশাপাশি সেনাবাহিনী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী এবং হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা-কলমও বিতরণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত