চবি প্রতিনিধি- মেহেদী হাসান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন আয়োজন করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদল নেতারা আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, এই সময়ে রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক এবং সাধারণ মানুষসহ যারা সরকারের সমালোচনা করেছেন, তারা মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নেতারা।
মানববন্ধনে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, "দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চিন্তা ও মুদ্রণের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন।"
তিনি আরও বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।"
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, "অভ্যুত্থান পরবর্তী সময়েও ক্যাম্পাসে অনিয়ম চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাসে সংগঠিত গুপ্ত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিন এবং যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন।"
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "ক্যাম্পাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, সন্ত্রাসী কার্যক্রম ও গুপ্ত হামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।"
মানববন্ধনে চবি ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং মানবাধিকার রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।