শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বৃহস্পতিবার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
চলমান বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে ব্যাপক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এর অংশ হিসেবে আগামী ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ, কক্সবাজার সূত্রে জানানো হয়, ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ওভারলোড নিরসনসহ ১১ কেভি বিভিন্ন ফিডারের প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো:
সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহাল, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট ও আশপাশের অঞ্চল।
বিউবো জানায়, নির্ধারিত তারিখে প্রচুর বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিলে কাজটি পরবর্তীতে সম্পন্ন করা হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সর্বাধিক পঠিত