বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাবরাং ইউনিয়ন মহিলা দলের দোয়া মাহফিল

কেফায়েত উল্লাহ,টেকনাফ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাবরাং ইউনিয়ন মহিলা দলের দোয়া মাহফিল
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টেকনাফের সাবরাং ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৫ ও ৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে ধাপে ধাপে এই দুই ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর কন্যা ও কক্সবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিয়া জাহান চম্পা। এসম তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর পুরো জীবন ছিল দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে আমি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরীর ভাতিজা হাছান বান্না।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি, মহিলা দলের সভাপতি ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
এসময় উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসেম ভুলু, টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মৌলভী আব্দুল গফুর, সদস্য সচিব নুরুল আলম,টেকনাফ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস শরীফ, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাব্বির আহমেদ এবং সাবরাং ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ হোসেন লেডু।
এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মহিলা দলের সহ-সভাপতি আমিনা বেগম, টেকনাফ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নুর হাবা, টেকনাফ সদর মহিলা দলের সভাপতি আমিনা বেগম, সদর মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার, হ্নীলা ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিনা আক্তার, সাবরাং ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, কৃষক দল নেতা মোহাম্মদ শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।