শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য হলেন কাজী মমিনুল হাসান

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়াঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি গঠিত “লিগ্যাল সেল”-এর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মমিনুল হাসান।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার অংশ হিসেবে “লিগ্যাল সেল” পূর্ণাঙ্গ করা হয়েছে। সেখানে উপদেষ্টা, সহ-সম্পাদক, যুগ্ম-সম্পাদক মুখপাত্রসহ একাধিক সদস্যের নাম ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে কোনো কমিটির দায়িত্ব পাওয়ায় কাজী মমিনুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত এবং সংগঠনের লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
উল্লেখ্য কাজী মমিনুল হাসান ব্রাহ্মণবাড়িযা-১(নাসিরনগর) আসনে এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি পদে মননোয়ন প্রত্যাশী।

সর্বাধিক পঠিত