শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

বোয়ালখালীতে অগ্নিদুর্গত পরিবারের পাশে গাউছিয়া কমিটি

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা ৫নং ওয়ার্ড শাখা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার আব্দুস ছবুরের নতুন বাড়িতে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সভাপতি আবুল মনছুর সওদাগর, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক জয়নাল মাস্টার, পৌরসভা ৫নং ওয়ার্ড শাখার মুহাম্মদ ইছহাক, সাধারণ সম্পাদক ওসমান গনি, ইউনিট শাখার মুহাম্মদ ছবুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে অগ্নিকাণ্ডে ওই এলাকার ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

সর্বাধিক পঠিত