প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
বোয়ালখালীতে শহীদ ওমরের লাশ উত্তোলন
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) সকালে এই কার্যক্রম সম্পন্ন হয়।
সকাল ১০টার দিকে উপজেলার আকুবদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
মরদেহ উত্তোলন প্রক্রিয়ায় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর শুভ এবং বোয়ালখালী থানা পুলিশ সহযোগিতা করেন। পরিবারের সদস্যরাও পুরো সময় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের পর তদন্ত কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শহীদ ওমরের লাশ উত্তোলনের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ১৬ জুন এক আদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানার মামলা নং ২১(৮)২৪ এবং জি.আর. মামলা নং ৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দেশের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তার পরিবার সুরতহাল বা ময়নাতদন্ত ছাড়াই ২০২৪ সালের ৫ আগস্ট বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত